সম্প্রতি বাজারে এসে পড়েছে Huawei এর P40 lite 5G । কিছুদিন আগে চিন এ লঞ্চ হয়েছিল NOVA 7 SE 5G সেই ফনের নাম বদলে রাখা হয়েছে   Huawei এর P40 lite 5G যা ২৪ মে থেকে সম্পূর্ণভাবে পাওয়া যাবে

এখন চলছে প্রি অর্ডার কিন্তু ইউরোপে এবং চীনে এই ফোন এখন পাওয়া যাচ্ছে চলুন দেখে আসি দুর্দান্ত এই ফোনটিতে কি কি ফিচার আছে যা ফোনটিকে এতো বেশি জনপ্রিয় করে তুলেছে ।

দাম - ৩৪ হাজার টাকা 


রিভিউ 

প্রথমেই এই ফোনের দুর্দান্ত স্পিডের প্রসেসোর যা হলো Octa-core (2x2.27 GHz Cortex-A76 & 6x1.88 GHz Cortex-A55) এর পর এতে রয়েছে HiSilicon Kirin 810 (7 nm) এর চিপসেট এবং ফোনটিতে রয়েছে Android 10.0; EMUI 10 আর এর gpu হচ্ছে  Mali-G52 MP6


এর পর দেখে নেই ফোনটির সব থেকে ভালো ফিচার যা হলো এর ক্যামেরা এর পিছনে রয়েছে
48 MP,f/1.8,
 26mm (wide), 1/2", 0.8µm, PDAF
8 MP, f/2.4, (ultrawide)
2 MP, f/2.4, 27mm (wide), dedicated macro camera
2 MP, f/2.4, depth sensor

বুঝতেই পারছেন পিছনের ক্যামেরাতে কোনো অংশে কম রাখা হয়নি ডিজাইন অনেকটা আইফোনের মত দেখতে

এর পরে আসি এই ফোনের সামনের ক্যামেরাতে যাতে রয়েছে 16 MP, f/2.0, (wide)
 আর ক্যামেরা ফিচার এ রয়েছে এল ই ডি ফ্লাস তারপরে থাকছে এইচ ডি আর এরপরে পেয়ে যাবেন পেনোরামা এইচ ডি আর

আর ভিডিও কোয়ালিটি থাকবে ২১৬০পি তে ৩০ ফ্রেম পার সেকেন্ড আর ১০৮০পি তে ৩০ ফ্রেম পার সেকেন্ড



ফোনটিতে স্পিড এর কথা বলতে গেলে এতে রয়েছে ১২৮ জিবি স্টোরেজ স্পেস আর Ram রয়েছে ৬ জিবি


এই ফোনে আপ্নারা স্ক্রিন পাবেন ৬.৫ ইঞ্চি যা হলো এল্টিপিএস এল সি ডি স্ক্রিন যাতে রয়েছে ১৬ম কালারস


 ফোনটির ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো আতে রয়েছে নন রিমুভাল এলআই-পো ৪০০০ mAh এর ফাস্ট চারজিং একটি ব্যাটারি


ফোনটির পুরো স্পেসিফিকেশন দেখতে এই লিঙ্ক থেকে দেখে আসতে পারবেন ।
GSM Arena 

Post a Comment

Do not post any link in the comment box

নবীনতর পূর্বতন